Obhabe Keno

Anupam Roy


আলগা দিচ্ছি সুতো
পালিয়ে যাওয়ার ছুতো
রাখলে মনে ভালোকে ফিরে তাকালোএই কপালের দাগে
অনেক বছর আগে
ছিলাম তোমার পাশে
পুরোনো অভ্যাসেশুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মত শীতে
আমি তোমার থেকে দূরে হেটে
চলে গেছি রোজওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?
রাগলে কেন তখন?
ভয় দেখানোর মতন
দুমড়ে গেলে কেমন
কান্না চেপে যেমনভুলতে পারা যাবে
আগে বলো কি হারাবে?
সব কি ফিরে আসে?
সেই পুরোনো অভ্যাসেশুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মত শীতে
আমি তোমার থেকে দূরে হেটে
চলে গেছি রোজওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?
শুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মত শীতে
আমি তোমার থেকে দূরে হেটে
চলে গেছি রোজ

Lyrics provided by https://www.letrafy.com/